ডেস্ক নিউজঃ মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর প্রচেষ্টায় কিশোরগঞ্জে করোনা ভাইরাস নির্ণয়ের জন্য পরীক্ষা কেন্দ্র (ল্যাব) স্থাপন করা হচ্ছে। কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাব স্থাপন করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। যেহেতু এ জেলায় ইতোমধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন, সেহেতু এখানে নমুনা সংগ্রহও দিন দিন বাড়াতে হচ্ছে। এ অবস্থায় এখানে ল্যাব প্রয়োজন।
বিষয়টি অনুধাবন করে মহামান্য রাষ্ট্রপতি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্রপতির প্রচেষ্টায় শীঘ্রই এখানে একটি ল্যাব স্থাপন করা হবে।
তিনি জানান, ইতোমধ্যে ল্যাব স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই কিশোরগঞ্জে করোনার পরীক্ষা শুরু হবে।
এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা জানান, ল্যাব হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।