বা’ড়িতে টি’ভি কিংবা ইন্টারনেট সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি ভারতের কেরালা রা’জ্যের মালাপ্পুরাম জে’লার দশম শ্রেনীর এক ছাত্রী।
আর তাই নিজের গা’য়ে আ’গুন লাগিয়ে আত্মহ’ত্যা করেছেন তি’নি।সোমবার (১ জুন) এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি।
নি’হত শি’ক্ষার্থীর বা’বা সাংবাদিকদের বলেন, আমাদের বাসায় একটি টিভি রয়েছে তবে সেটি কাজ করছে না।
আমি তা’কে এক’টি স্মার্ট ফোনও দিতে পারিনি। ক’রোনা পরিস্থিতির কারণে স্বল্প আয়ে কোনো রকমে দিন চা’লিয়ে যাচ্ছিলেন কি’শোরী শিক্ষার্থীর দিনমজুর বাবা।