এ’কজন সাধারণ নাগরিককে মারধর করে গ্রেফতার হওয়া অপু ওরফে ‘অপু ভাইয়ের’ লাইকি অ্যা’কাউন্ট ব্যান করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় ছোট ভিডিও তৈরি এবং শেয়ারের অ্যাপ লাইকি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লাইকি বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এমন ঘোষণা দেয় লাইকি বাংলাদেশ। এছাড়া আরেক বিতর্কিত তরুণ প্রিন্স মামুনের আ’ইডিও ব্যা’ন করা হয়েছে।লাইকি জানায়, সম্প্রতি কয়েকজন তরুণের বিরুদ্ধে কিছু অভিযোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির সংবাদ দেখা গেছে।
এ কারণে বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধে আমরা চারটি আইডি ব্যান করেছি। তাদের আইডিগুলোর বিষয়ে আ’মরা বাংলাদেশের অথরিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
ব্যান করা আইডিগুলোর মধ্যে দুটি মামুন ও অপুর।এর আগে সোমবার রাতে সাধারণ নাগরিকদের হেনস্তা এবং মা’রধর করার অপরাধে রাজধানীর উত্তরা থেকে টি’কটক ভিডিও নির্মাতা অপুকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আ’দালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
অন্যদিকে তার আ’ইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।