বি’শ্বের ২ নম্বর সিগারেট কোম্পানি ব্রিটিশ আ’মেরিকান টোব্যাকো জানিয়েছেন, তারাও তৈরি করে ফে’লেছে সম্ভাব্য করো’না টিকা। তামাক পাতা থেকে পাওয়া প্রোটিন দিয়ে এই টিকা তৈরি হয়েছে।প্রাথমিক পরীক্ষায় ভাল ফল মেলার পর এবার তারা মানুষের ও’পর এই টিকা প্রয়োগে তৈরি।
তা’রা জানিয়েছে, মা’র্কিন ফুড অ্যান্ড ড্রা’গ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এই টিকা পরীক্ষার সবুজ সংকেত মিললেই মানুষের ও’পর প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হবে।
এ’প্রিলে এই কোম্পানি যখন জানায়, তামাক পাতা থেকে তারা করো’না টিকা তৈরি করছে তখন বিতর্ক শুরু হয়েছিল।
কি’ন্তু পিছিয়ে আসেনি এই সংস্থা্ তারা বলছে, স’রকারি সংস্থার সাহায্য ও ঠিকমত প্রস্তুতকারী মিললে তারা সপ্তাহে ১ থেকে ৩ মিলিয়ন টিকা তৈরি করতে পারে।