তুরস্কের প্রে’সিডেন্ট রজ’ব তাইয়েব এরদোগান বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও তুরস্কেরদেশীয় অর্থনীতি খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যা’চ্ছে এবং বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় তুরস্ক অন্তর্ভূক্ত হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে।
-ডেইলি পাকিস্তান‘পারস্য ব্যারেজ’ অনুষ্ঠানের উ’দ্বোধনী ব’ক্তব্যে এরদোগান বলেন, করোনা সত্ত্বেও চলতি বছরের শুরু থেকেই তুরস্কে প্রবৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ।পরবর্তী সময়েও এটি বাড়তে থাকবে। আ’মরা শী’র্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছি।
ল’ক্ষের খু’বই কাছাকাছি পৌঁছেছি আমরা।এরদোগান বলেন , কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মু’দ্রার ম’জুদ আবারও ৯৩ বিলিয়ন ডলারে বেড়েদাঁড়িয়েছে এবং এই চূড়ান্ত লক্ষে পৌঁছতে তার দেশের জনগণের পূর্ণ সহযোগিতা রয়েছে ।
এরদোগান আ’রও বলেন , যখন তার সরকার ক্ষমতায় এ’সেছেছিলো তখ’ন দেশে ২৭৬ ব্যারেজ ছিলো।কিন্তু আজ আমি উদ্বোধন করছি ৫৮৫ ব্যারেজ। আমরা শহরগুলোতে ব্যারেজ , জলবিদ্যুৎ কেন্দ্র, বিশুদ্ধ পানীয় সুবিধা এবং আধুনিক প্রযুক্তি সরবরাহ করেছি ।