ন’ওগাঁর সা’পাহারে অ’সামাজিক কাজে রাজি না হওয়ায় স্ত্রীর মাথার চুল কে’টে দিয়ে শা’রীরিক নি’র্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বি’রুদ্ধে।মঙ্গলবার দুপুরেনি’র্যাতিতা ওই গৃহবধূকে উ’দ্ধার করে সাপাহার উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘ’টনার প’র স্বা’মী রফিকুল ইসলাম এবং তার শাশুড়ি রাজিয়া বিবি প’লাতক রয়েছে। শনিবার উপজে’লার হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।এরপর ওই গৃহবধূকে স্বামী রফিকুল ও শাশুড়ি রাজিয়ার মা’নসিক ও শা’রীরিক নি’র্যাতন করত।
গ’ত ২৩ মে উ’পজে’লার স্বামী রফিকুল তার স্ত্রীকে দিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়ে অর্থ উপার্জন করার জন্য চা’প সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে নি’র্যাতন ও মাথার চুল কে’টে ফে’লে পা’ষ’ণ্ড স্বামী।
এ’র প’র দুবইদিন তাকে বাড়ি হতে বের হতে দেয়া হয়নি। ঘটনাটি ধা.মাচা’পা দিতে বিভিন্ন ভাবে ভ’য়ভীতি ও হু’মকি দেয়া হয়। সোমবার বিকেলে ওই গৃহবধূ বাড়ি থেকেস্টেশনে মৃ’ত মায়ের কাফনের কাপড় নিয়ে খেলছে শি’শুকরো’না ভাই’রাসের কারণে দীর্ঘ লকডাউন চলছে ভা’রতে। লডাউনেরর মধ্যেই উঠে আসছে অনেক ম’র্মা’ন্তিক ঘটনা।
তে’মনি এ’ক হৃ’দয়বিদারক দৃশ্য এবার ধ’রা পড়েছে ভা’রতের বিহারের একটি ট্রেন স্টেশনে।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিহারের স্টেশনে ‘খাবারের অভাবে’ ম’রে পড়ে আছেন এক মা। আর তার ঠিক পাশেই মায়ের শরীরে দেয়া কাফনের কাপড় নিয়ে খেলছে এক শি’শু বাচ্চা।
ভি’ডিওটি সো’মবার (২৫ মে) বিহারের মুজাফফরপুরের স্টেশন থেকে ধারণ করা হয়। সেদিন স্টেশনটিতে আ’ট’কে পড়া শ্রমিকদের উ’দ্ধারের জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল।স্টেশনের প্ল্যাটফর্মে মায়ের ম’রদেহ রাখার পর তার শি’শুবাচ্চাটি মায়ের উপর দেয়া কাফনের কাপড় দিয়ে খেলা করতে থাকে।
কি’ছুক্ষণ প’র পর মাঃকে সজাগ করার চেষ্টাও করছিল শি’শুটি।ভা’রতে লকডাইন শুরু হবার পর থেকেই উঠে আসতে থাকে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র। গাড়ি চলাচল বন্ধ থাকায় হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটেই রওনা শুরু করেন শ্রমিকরা। ফলে খাবার ও আর্থিক সংকটে পরে রাস্তাতেই মা’রা যাচ্ছেন অনেকে।
য’দিও তাদের ব্যাপারে ইতিবাচক কোনো পদক্ষেপ নেয় নি দেশটির সরকার।