আ’ইনমন্ত্রী আ’নিসুল হককে ‘ভোটার বিহীন এমপি’, ‘খলনায়ক’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজে’লায় মাঈন উদ্দিন স’রকার (২২) নামে এক তরুণের বি’রুদ্ধে মা’মলা করা হয়েছে।
ক’সবা উপজে’লা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইব্রাহিম মিয়া বা’দী হয়ে মা’মলাটি দা’য়ের করেন।
রোববার মা’মলাটি ডি’জিটাল নিরাপত্তা আইনে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কসবা থা’নার ওসি মো. লোকমান হোসেন।অ’ভিযুক্ত মাঈন উদ্দিন স’রকার কসবা উপজে’লার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ইয়াকুব আলী স’রকারের ছেলে।
মা’মলার এজাহার সূত্রে জানা গেছে, ‘হক কথা তিতা লাগে’ নামীয় একটি ফেসবুক আইডি থেকে গত ৪ জুন সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে মন্ত্রী আনিসুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট দেয়া হয়।
ওই পো’স্টে মন্ত্রী’কে ‘ভোটার বিহীন এমপি’ এবং ‘অঘোষিত নাস্তিক’ উল্লেখ করে গুজব ছড়ানো হয়। অ’ভিযুক্ত মাঈন উদ্দিন স’রকার ‘হক কথা তিতা লাগে’ ফেসবুক আইডি খুলে ওই পোস্ট করেছেন।
ভা’ইরাল হও’য়া ওই পোস্টের মাধ্যমে এলাকা, দেশ ও বহির্বিশ্বে মন্ত্রী আনিসুল হকের মানহানি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর ফলে স্থা’নীয়দের মাঝে উ’ত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কার কথাও উল্লেখ করা হয় এজাহারে।
মা’মলার বা’দী ও কসবা উপজে’লা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইব্রাহিম মিয়া বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আনিসুল হক এমপি নির্বাচিত হয়েছেন।
তিনি নি’রলসভাবে মা’নুষের জন্য কাজ করে যাচ্ছেন। ফেসবুকে মিথ্যা ও বানোয়াট পোস্ট দিয়ে মন্ত্রী মহোদয়ের সম্মানহানি করে মানুষের কাছে হেয় করা হয়েছে।
এতে আ’মি সংক্ষু’ব্ধ হয়েছি, এ ঘ’টনায় সুষ্ঠু বিচার চাই।কসবা থানার ওসি লোকমান হোসেন জানান, ইতিমধ্যে মা’মলার ত’দন্ত কাজ শুরু হয়েছে। অ’ভিযুক্ত মাঈন উদ্দিন স’রকারকে গ্রে’ফতারের চেষ্টা চলছে।