নভে’ল করোনাভাইরাসজনিত পরিস্থিতির মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। সবকিছু ঠিক থাকলে সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের আসর। সেখানেই যোগ দেবেন বিদেশি তারকারা। এ সময় ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে প্রস্তু’ত নিউজিল্যান্ড ক্রিকেট। কিন্তু আইপিএলে গেলে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দায়
নেবে না দেশটির ক্রি’কেট বোর্ড। ক্রিকেটারদের নিজ দায়িত্বেই আইপিএলে যেতে হবে।আইপিএলের এবারের আসরে নিউ’জিল্যান্ডের ছয় ক্রিকেটার অংশ নেবেন। হায়দরাবাদের হয়ে খেলবেন কেইন উইলিয়ামসন। কিংস ইলেভেনে খেলবেন জি’মি নিশাম, কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলবেন লকি ফার্গুসন, দুই পেসার মিচেল ম্যাকক্লেনাগান ও ট্রেন্ট বোল্ট খেলবেন মুম্বাই
ইন্ডিয়ান্সে। মিচেল স্যা’ন্টনার খেলবেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে।নভেল করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার দায় নেবে না নিউজিল্যান্ড ক্রিকেট। তাই যাঁরা টুর্নামেন্টে অংশ নিতে চান, তাঁদের সম্পূর্ণ নিজ দায়িত্বে যেতে হবে বলে জানিয়ে দিয়েছে নিউজিল্যা’ন্ড ক্রিকেট বোর্ড।নিউজিল্যান্ড
ক্রি’কেটের মুখপাত্র রিচার্ড বুক ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আইপিএলের ব্যাপারে বলতে হয়, সংশ্লিষ্ট ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেবে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটারদের নিজের। এনওসির বিষয়টি ক্ষেত্র অনুযায়ী বিবেচনা করা হয় এবং প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা বিরল। তবে স্বাস্থ্য সুরক্ষার বিধি
পালনের দায়িত্ব ক্রিকেটারদের নিজেদেরই নিতে হবে। যদিও এ ব্যাপারে যতটা সম্ভব তথ্য দিয়ে সহায়তা করতে আপত্তি নেই আমাদের।’চলতি বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। কিন্তু করোনার কারণে
পি’ছিয়ে দেওয়া হয়। তাই বিশ্বকাপের ওই সময়টায় আইপিএল আয়োজিত হবে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৪ নভেম্বর। ২০২১ সালের বিশ্বকাপ পিছিয়ে হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। আর ফাইনাল হবে ১৩ নভেম্বর।