রা’জশাহীর তা’নোরে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর গৃ’হবধূকে নিয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান উধাও হয়ে গেছেন। এ ঘটনায় রবিবার সকালে ওই ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এরশাদ মিয়া বা’দী হয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জি’ডি) করেছেন।
গত ১৫ মে গ’ভীররাতে উপজে’লার গাগরন্দ সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি এলাকায় ব্যাপক ক্ষো’ভ ও হতাশার সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজে’লার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)।
তিনি পাঁ’চন্দর ই’উপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।এরশাদ মিয়া জানান, তার স্ত্রী আলু বিক্রি করা ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিএনপি নেতা মমিন চেয়ারম্যানের সঙ্গে পা’লিয়ে গেছে।
বি’ষয়টি নিয়ে তি’নি পালানো স্ত্রীর বি’রুদ্ধে থানায় হা’রানো জি’ডি করেছেন।এ ব্যাপারে চেয়ারম্যান মোমিনুল হক মমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।