আ’গুনে সব পুড়ে গেলেও অক্ষত রইলো কোরআন শরীফ
গাজী’পুর মহানগরের ইস’লামপুর এলাকায় আ’গু’নে একটি বাড়ির ১২টি ঘর ও টিভি ফ্রিজসহ মালামাল পুড়ে গেছে। আ’গু’নে ঘরে থাকা যাব’তীয় মালামাল পুড়ে গেলেও কোরআন শরীফ অক্ষত অবস্থায় উ’’দ্ধার করা হয়েছে। জয়দে’বপুর ফা’য়ার সার্ভিসের সিনিয়র স্টেশন
অফি’সার সুভাষ বাড়ই জানান, সোমবার বেলা ২টার দিকে মহানগরের ১৪ নম্বর ওয়া’র্ডের ইস’লামপুর এলাকার তোফাজ্জল হোসেনের বসতবাড়িতে আ’গু’ন লাগে। আ’গু’ন মূহুর্তে’র মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফা’য়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪টার দিকে আ’গু’ন নেভাতে সক্ষম হয়। এরমধ্যে ১২টি ঘর ও আসবাবপত্র, ফ্রি’জ ও টিভিসহ মালামাল
পু’ড়ে যায়। বাড়ির মালিকের ছে’লে অনিকের বরাত দিয়ে তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আ’গু’নের সূত্রপাত হয়। তাৎ’ক্ষণিক ক্ষয়ক্ষ’তির পরিমাণ জানাতে পারেননি তিনি। তবে ‘হতা’হতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আ’গু’ন নেভানোর পর একটি কক্ষ থেকে অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ উ’’দ্ধার
ক’রা হয়েছে। এলাকাবাসী আ’ব্দুল মালেক জানান, বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন এ বাড়িতে তিনটি কক্ষ নিয়ে বসবাস করতেন। অ’পর নয়টি কক্ষ তিনি ভাড়া দিয়েছিলেন। আ’গু’নের সময় ভাড়াটিয়ারা কাজে ছিলেন। আ’গু’নের খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহেব আল আসাদ মনির, সাবেক কাউন্সিলর হাবিুর রহমান, সং’রক্ষিত মহিলা কাউন্সিলর ও বাসন থা’নার ওসি কাউসার আহমেদসহ এলাকাবাসী ঘটনাস্থলে যান এবং ক্ষয়ক্ষ’তির খোঁজ খবর নেন।