ভা’রতের প্র’তি হুঁ’শিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান সে’নাবা’হিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর প্রধান মেজর জেনারেল বাবর ইফতিখার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন।
পা’কিস্তানের বেস’রকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল বাবর ইফতিখার এসব কথা বলেন।মেজর জেনারেল বা’বর ইফতিখার বলেছেন, মিথ্যা অজুহাত তুলে পাকিস্তানের ভেতরে সা’মরিক অ’ভিযান চা’লানোর পরিকল্পনা করছে ভারত।
এ ধরনের সম্ভা’ব্য সা’মরিক অ’ভিযানের বি’রুদ্ধে হুঁ’শিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এর পরিণতি হবে ভয়াবহ এবং তা কারোর নিয়ন্ত্রণে থাকবে না।ভারত তার প্রতি’বেশী দেশ চীন, নেপাল, ভুটান, পাকিস্তানসহ প্রায় সবার সঙ্গে বি’বাদে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, স’ম্প্রতি ভারতীয় বাহিনী চীনের মোকাবেলায় চ’রম অ’পমানজনক অবস্থায় রয়েছে। এছাড়া নেপালের মা’নচিত্র ইস্যুতে মোদি স’রকার বিব্রতকর অবস্থায় পড়েছে।
এর পাশাপাশি ক’রোনাভা’ইরাসেের ম’হামা’রি ছড়িয়ে পড়ার পর মোদি স’রকার অভ্যন্তরীণভাবে নানা সং’কট মোকাবেলা করছে।করোনা ভ্যাকসিন উৎপাদনে ৫ কোবম্পানি চূড়ান্ত করল যু’ক্তরাষ্ট্র
করো’নাভাই’রাসের বিষাক্ত ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ববাসী। প্রতিবেদন লেখা পর্যন্ত, করো’নায় আ’ক্রান্ত ৬৫ লাখ ৭৫ হাজার ১৭৭ জন।
মৃ’ত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ০৬০ জন। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭১ হাজার ৭৮৬ জন।এমন অবস্থায় করো’নাভাই’রাসের সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনে পাঁচ প্রতিযোগীকে চূড়ান্ত করেছে যু’ক্তরাষ্ট্র। চলতি বছরের মধ্যেই করো’নার ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্রা’ম্প প্রশাসন।