আ’গে টাকা দাও পরে কা’ম সারো’: মেয়েকে হ’ত্যা’র আগে বা’বা।
আ’গে টাকা দাও পরে কা’ম সারো’, মেয়েকে হ’ত্যা’র আগে কথাটি বলেছে তার নিজের বাবা। গত পাঁচ বছর আগে নরসিংদীতে হ’ত্যা’র শি’কার ইলমা বেগমকে (১১) তার বাবার সামনেই মু’গুর ও হকি’স্টিক দিয়ে পি’টি’য়ে হ’ত্যা করা হয় বলে জানিয়েছে পু’লি’শের ক্রি’মিনাল ইনভে’স্টিগে’শন ডিপার্টমেন্ট (সিআই’ডি)।এ ঘট’নায় সিআ’ইডি পাঁচজনকে গ্রে’ফ’তা’র করেছে।
গ্রে’ফ’তা’রকৃতরা হলেন- ইলমার বাবা আব্দুল মোতালেব, মা মঙ্গলী বেগম, ইলমার ফুফাতো ভাই মাসুম মিয়া, মো. বাতেন ও শাহজাহান গ্রুপের প্রধান মো. শাহজাহান ভূঁইয়া। এর মধ্যে মাসুম আ’দালতে স্বী’কারো’ক্তিমূ’লক জ’বানব’ন্দি দিয়েছেন জানা যায়।সি’আইডি ত’দ’ন্ত শুরুর পর ইলমার বাবা নিয়মিতভাবে আ’সা’মি পরিবর্তন করার জন্য সি’আইডিতে আবে’দন করতে থাকেন।
এতে সিআ’ইডির স’ন্দে’হ হলে তার পরিবারের প্রতি গো’য়ে’ন্দা নজর’দারি শুরু করা হয়।পরে মাসুমকে গ্রে’ফ’তা’র করা হলে এ হ’ত্যা মা’ম’লা’র মূল র’হ’স্য উ’দঘা’টন হয়। এখন ইলমার বাবা-মাকে রি’মা’ন্ডে এনে জি’জ্ঞাসাবাদ করে বাকি আ’সা’মি’দেরও গ্রে’ফ’তা’র করা হবে বলে জানিয়েছেন সিআ’ইডির এ কর্মকর্তা।