আ’জানের ধ্বনি ছাড়া ফোটে না যেঁ অ’দ্ভুত ফুল
প্রতিটি সমুধুর ধ্বনিতে পাপড়িগুলোও ক্রমান্বয়ে প্রস্ফুটিত হয়ে উঠে।
ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা প্রত্যেক ও’য়াক্তে আজানের সঙ্গে সঙ্গে ফোটে এই অদ্ভুত ফুল। আর সেকারণেই ফুলটির নাম দেয়া হয় আজান ফুল।
মসজিদে মু’য়াজ্জিনের সুরেলা কন্ঠে যখন আজানের বাণীগুলো উচ্চারিত হয়, তখন এর সঙ্গে ছন্দ মিলিয়ে ফোটে উঠে এক ফুল।
আজানের ধ্বনি যেন ফুলগুলোকে ইবাদতের জন্য জাগ্রত করে। এদিকে আজারবাইজানের এক মুসলিম গ্রামে মোহাম্মদ রহিমের বাগানে স’ন্ধান পাওয়া যায় অদ্ভুত এই আজান ফুলের।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের সময় এই ফুল ফোটে, আবার আজানের শেষ হলে চুপসে যায়।এই ফুলকে অনেকেই ‘ইভিনিং প্রাইমরোজ’ বা ‘সানকাপস’ বা ‘সানড্রপস’ নামে চেনেন।
১৪৫ প্রজাতির মধ্যে এটি একটি হলদে রঙের ফুল।ধারণা করা হয় এ ফুলের উৎস আমেরিকাতে।এটি হারবেকয়াস উদ্ভিদ প্রজাতির বলে জানান বিজ্ঞানীরা।
এদিকে অন্য গানের সুর বা কখনো আজানের মতো করে অন্য কোনো সুর দিয়েও গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কিন্তু এ ফুল ফোটাতে পারেনি।
এই ফুল ফোটার ঘটনাটি আল্লাহর অপার মহিমা। সুবহান আল্লাহ!