আ’জান দি’তে গিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. আ. খালেক (৬৫) নামে মসজিদের এক মুয়াজ্জিনের মৃ’ত্যু হয়েছে।
বুধবার বি’কালে উ’পজেলার কাফুলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আ. খালেক উপজেলার মাধবখালী ইউনিয়নের কাফুলা গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে।
তিনি ওই গ্রা’মের ম’সজিদের মুয়াজ্জিন ছিলেন।মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খালেক মিয়া আসরের আযান দেয়ার জন্য মসজিদে যান।
মাইকের সু’ইচ দে’য়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করা হয়েছে।