ক’রোনা ভাই’রাসের কা’রণে কাটছে গৃহব’ন্দী ঈদ। এর মাঝেই পরিবারের সবাইকে নিয়ে ভালো সময় কা’টাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সবাইকে তিনি আহ্বানও জানিয়েছে, ঘরে থেকে পরিবারকে নিয়ে ঈদের সময় কা’টানোর।
আ’জ ম’ঙ্গলবার (২৬ মে) মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হবে। সে উপলক্ষ্যে তিনি এক বিশেষ ঘোষণা দেবেন নিজের ফেসবুক পেজে। যা জানা যাবে আজ রাত ১০টায়।নিজের ফেসবুক পেজে এ নিয়ে গতকাল মুশফিক লেখেন, ’সবাই কেমন আছেন?
খু’ব স’ন্তুষ্টির এ’ক রমজানই কা’টালাম আমরা। অনেকেই হয়তো জানেন ২৬ মে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ বছর পূর্তি হবে। আর তাই আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে,সবাই তা পছন্দ করবেন বলে আমি নিশ্চিত। এই সারপ্রাইজ পেতে রাত ১০টায় ফেসবুক পেজে আমার সঙ্গে লাইভে যোগ দিন।’
আ’ন্তর্জাতিক ক্যা’রিয়ারে ১৫ বছর পূর্তি নিয়ে নিজের ফেসবুক পেজে এত দিন ধারাবাহিক পোষ্ট করেছেন মুশফিক।
ক্যা’রিয়ারে সা’ফল্যমন্ডিত কিছু সময়ে ছবি পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।