এজন্যই তো তিনি তার স’ন্তান আনাসকে নবীজীর খেদমতের জন্য উৎ’সর্গ করেছিলেন। আনাস রা.-এর মায়ের নাম ছিল উ’ম্মে সুলাইম রা.। একদিন তিনি নবীজী (স:) এর জন্য পরম যত্নে রু’টি বানালেন। তাতে একটু ঘি
ঢেলে দিলেন। তাঁর ইচ্ছা এই সু’স্বাদু খাবার নবীজীকে খাওয়াবেন। আনাস রা.-কে বললেন, বাবা! যাও নবীজীকে দাওয়াত কর।আনাস (রা.) নবীজীর কাছে গিয়ে বললেন, আ’ম্মা আপনাকে ডাকছেন। তখন নবীজী তাঁর সাহাবীদের মাঝে বসা ছিলেন। তাঁর কাছে যত মানুষ
ছিল সকলকে বললেন, চলো আমার সাথে! এ দেখে আনাস (রা.)-এর তো মাথায় হাত!আনাস রা. তখন নবীজীর আগে আগেই দৌ’ড়ে মায়ের কাছে গেলেন। মাকে বললেন, নবীজী তো এত এত মানুষ নিয়ে আসছেন আমাদের বাসায়! নবীজী এসে উম্মে সুলাইম (রা.)-কে বললেন-তুমি যে খাবার প্র’স্তুত করেছ তা পেশ কর।এখন
উম্মে সুলাইম এত মানুষের সামনে এই অ’ল্প খাবার কীভাবে পেশ করবেন!তিনি মুখ ফুটে বলেই ফললেন,আল্লাহর রাসূল! আমি তো কেবল আপনার জন্য, একজন মানুষের পরিমাণ খাবার প্র’স্তুত করেছি! (এত মানুষ কীভাবে কী করব?)উম্মে সুলাইমের এ কথা
শুনে নবীজী বললেন, সেটা বিষয় নয়; তুমি যা রান্না করেছ পেশ কর আমার সামনে। খাবার পেশ করা হল। তখন নবীজী (সা:) আনাস রা.-কে বললেন, দশজন-দশজন করে পাঠাও। আনাস রা. দশজন করে পাঠান আর তারা তৃ’প্তিভরে খেয়ে বের হন, আরো দশজন
আসেন। এভাবে একজনের খাবার ৮০জন মানুষ তৃপ্তিসহকারে খেলেন।
#সুবহানআল্লাহ….