প্র’তিবছর ম’ধুমাখা এ’কখানা হাসি দিয়ে ঘর থেকে বের হতাম, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মতো।এ বছর মায়ের কা’ন্না করা দেখে স্থির থাকতে পারিনি। চোখের কোনে অশ্রুরেখা চিকচিক করছেআপুবিহীন নিরানন্দ ঈদ। আপনার শূন্যতা আমাকে অনেক ক’ষ্ট দিচ্ছে আপুনি।
এ’কবার য’দি শি’খিয়ে দিতেন কী’ভাবে আপনাকে ছাড়া ভালো থাকি।একটিবার ফিরে আসুন আপু, মানুষদের বলে দিন, আমি বোনশূন্য ভাই নই,আমা’রও জীবনে অ’ভিচ্ছেদ্য বন্ধন আছে। আমা’রও বোন আছে। জানি আমা’র এই প্রবৃত্তি কখনই পুরন হবার নয়।
ত’বে আ’পনার অন্তিম অ’ভিলাষ, খু’নিদের ফাঁ’সির দ’ণ্ডাদেশ হাই’কোর্টে বহাল থেকে দ্রুত কার্যকর হবে এই ইচ্ছে নিয়েই বেঁচে আছিআল্লাহর কাছে একটাই চাওয়া আমা’র আপুকে যেন তিনি জান্নাতুল ফেরদৌস দান করেন। আর খু’নিদের দুনিয়া ও আখেরাতে কঠোর শা’স্তি প্রদান করেন। (আমীন)