পাবনায় আ’বাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জ’ড়িত থাকার সময় হাতে নাতে ১০ জন নারী-পুরুষ সহ হোটেল ম্যানেজারকে আ’টক করেছে পুলিশ।বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের মাসুম বাজার এলাকার ড্রীম প্যালেস আবাসিক হোটেলে অ’ভিযান চা’লিয়ে পুলিশ তাদের আ’টক করেছে।
পাবনা সদর থানার ভার’প্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গো’পন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অ’ভিযান চা’লায়।এসময় হোটেলের ৫টি কক্ষ থেকে ৫ জুটিকে অসামাজিক কার্যকলাপে জ’ড়িত থাকায় আ’টক করা হয়।এসময় হোটেলের ৫টি কক্ষ থেকে ৫ জুটিকে অসামাজিক কার্যকলাপে জ’ড়িত থাকায় আ’টক করা হয়।
হো’টেলের রুম তত্মাবধায়ক কামাল আহমেদের উদ্ধৃতি দিয়ে ওসি আব্দুর রাজ্জাক আরো জানায় এই হোটেলে প্রতিদিনের ন্যায় আজও সকালে ৮/৯ টি জুটি আসে।স্থানীয়রা একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে মাসুম বাজারের হোটেল ড্রীম প্যালেসে অসামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। এলাকাবাসী বার বার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।
এ’লাকাবাসী আরো বলেন, পাবনা বর্তমানে একটি শিক্ষানগরী হওয়ায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আশে পাশে শহরের প্রভাবশালী মাহফুজ আলী কাদেরীর হোটেল ড্রীম প্যালেসে এ ধরনের কার্যকলাপ চললেও ভ’য়ে অনেক্ইে মুখ খুলতে সাহস পায়না।