স্বা’স্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে দাবি করে এর মন্ত্রী জাহিদ মালেক স্বপ’ন বৃহস্পতিবার বলেছেন, স্বাস্থ্যখাত নিয়ে দু’র্নীতিবাজদের ক্ষ’মা করা হবে না। তিনি বলেন, ‘যে দুইটি প্রতিষ্ঠান (জেকেজি ও রিজেন্ট হাসপাতাল) প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অ’ন্যায় করেছে তারা অবশ্যই শা’স্তি
পাবে। কোনো দুর্নীতিবাজকে সরকার ক্ষ’মা করবে না।’ স’ন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজে’লা গড়াপাড়া নিজ বাড়িতে স্বা’স্থ্যমন্ত্রী তার প্রয়াত পিতা কর্নেল এম এ মালেকের ২০তম মৃ’ত্যুবার্ষিকীতে স্মর’ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, কোভিডের সময় বাংলাদেশের স্বা’স্থ্য সেবা সরকার ও
বে’সরকারি প্রতিষ্ঠানগু’লো দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক প্রতি’ষ্ঠান ভালো কাজ করছে। ‘এই করো’না দুযোর্গের সময় মানুষের সাথে যারা প্রতারণা করে মানুষের আস্থা ভ’ঙ্গ করে, মানুষের স্বা’স্থ্য সেবা নিয়ে ছিন’িমিনি খেলে তাদের সরকার মাফ করবে না,’ যোগ করেন তিনি। সামাজিক দূরত্ব মেনে স্মর’ণ সভায় স্বাস্থ্য’মন্ত্রী ছাড়াও
বক্ত’ব্য দেন জে’লা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জে’লা আওয়া’মী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজে’লা পরিষদের চেয়ারম্যান জে’লা আওয়ামী লীগের সহসভাপতি অ্যা’ডভোকেট আব্দুল মজিদ ফটো, জে’লা
আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী, জে’লা আওয়ামী লীগের যু’গ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাং’গঠনিক সম্পাদক সুদেব সাহা, জে’লা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজে’লা পরিষদের চে’য়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ। স্বা’স্থ্য মন্ত্রী আরও বলেন, করো’নাভাইরাস
একটি নতুন দু’র্যোগ। এ সম্পর্কে আমা’দের কোনো ধারণা ছিল না। করো’নকালীন সময়ে দেশে ৭৫টি ল্যাব’ নির্মিত হয়েছে। ‘আমা’দের স্বা’স্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। আপনারা দেখছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরেও কিছু ব্য’ক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা।
এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই,’ বলেন তিনি। করো’না পরীক্ষা নিয়ে প্রতার’ণার ঘটনায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এবং রিজেন্ট হাসপাতালের চে’য়ারম্যান মো. সাহেদ করিমকে গ্রে’ফতার করা হয়েছে। সূত্র : ইউএনবি