ক’রোনায় অ’তিষ্ঠ গোটা বিশ্ব। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা ভেবে কূল পাচ্ছে না কেউই। একের পর এক পরীক্ষা চলছে ও’ষুধ আবি’ষ্কারের।
মু’ক্তির পথ না পেয়ে ঈশ্বরের দিকে ঝুঁকছেন অনেকেই।এমনই সময়ে পাকিস্থানে আল্লাহর কাছে ক’রোনা মুক্তির প্রার্থনা করে কেঁদে ভাসালেন তাবলিগ জামাতের মাওলানা তারিক জামিল ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
ক’রোনা ভীতি ইতিমধ্যেই পেয়ে বসেছে গোটা বিশ্বকে। এহেন পরিস্থিতি পাকিস্তানের জনপ্রিয় এক সংবাদমাধ্যমে লাইভ টিভিতে ক’রোনা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করতে হাজির হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান সহ গণ্যমান্য ব্যক্তিরা।
উ’পস্থিত ছিলেন পাকিস্তানে তাবলিগ জামাতের মাওলানা তারিক জামিল।