পূর্ব লন্ডনের বাঙালি পাড়ায় একটি বহুতল ভবনের ৮তলা থেকে পড়ে গিয়েছে চার বছর বয়সী একটি শিশু।
তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও গু’রুতর আ’হত হয়েছে শিশুটি।
সংজ্ঞাহীন অবস্থায় শিশু’টিকে হা’সপাতালে নেওয়া হয়।
শিশুটির মা-বাবা দুজনই ব্রিটিশ বাংলাদেশি বলে জানা গেছে। লন্ডন মেট্রোপলিটন পু’লিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘ’টনায় তদন্ত শুরু করেছেন।
(২৭ জুলাই) সোমবার বিকালে পূর্ব লন্ডনের ই ওয়ান এলাকার একটি ব’হুতল ভবনের সামনের রাস্তায় শিশু’টিকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে সেখানে পু’লিশের পাশা’পাশি অ্যাম্বুলেন্সও আসে। তারা শিশু’টিকে হা’সপাতালে নিয়ে যায়।
সরেজমিন, লন্ডন সময় রাত তিনটায় অল সেইন্টস ডিএলআর স্টেশনের অদূরে
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো সড়কে যান চলাচল ব’ন্ধ করে ঘটনা’স্থল ঘিরে রেখেছে পু’লিশ।
কর্তব্যরত একজন পু’লিশ কর্মকর্তা জানান, শিশুটিকে আই’সিইউতে রাখা হয়েছে।
টাওয়ার হ্যাঘমলেটস পু’লিশের পক্ষ থেকে এ দু’র্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দিতে স’ক্ষম এমন ব্যক্তিদের তাৎক্ষনিক পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।