প্রা’য় দুই মাস ধরে ঘরব’ন্দি মাহিয়া মাহি। শুরুর দিকে এ অবস্থা নিয়ে বির’ক্তি থাকলেও এখন বেশ খুশি তিনি। অভিনেত্রী বলেন, অনেক বছর ধরেই আমি রোজা রাখি।
কিন্তু এবারের রোজা আমার কাছে অন্য রকম। কারণ আমার মনে হয়, আল্লাহ যেভাবে চান এবার সেভাবে রোজা পালন করতে পারছি।
এ’র আগে রোজায় শুটিং থাকত, নামাজ পড়া হতো না।এই অভিনেত্রী বলেন, লকডাউনের আগে মনে হতো জীবন এ রকম কেন, ভালো লাগে না।
কিন্তু এখন মনে হয় ওই সময় তো আমরা ভালোই ছিলাম। অর্থাৎ আমরা সব সময় হা-হুতাশ করি। তা না করে যখন যে সময় থাকে সে সময়কে উপভোগ করা উচিত।
কারণ আগামীকাল কী আসবে তা আমরা জানি না।এছাড়া সবার সাথে যোগাযোগ বাড়ছে।
তবে স’রকার কর্তৃক লকডাউন শিথিল করার ঘোষণায় তিনি কিছুটা আ’তঙ্কিত।
এ’ই অবস্থায় নিজের দায়িত্বে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মাহি।তিনি বলেন, রাষ্ট্রের বড় সিদ্ধান্তগুলোর ব্যপারে আমাদের কিছু করার নাই, তবে আল্লাহকে ডাকার সুযোগ আছে।
ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে কী হবে। কোনো ম’হামা’রী বেশি দিন টিকে না।এসে চলে যায়। আল্লাহ আমাদের বাঁচাতে পারেন।
যাদের মৃ’ত্যুর ভ’য় আছে, যারা মনে করেন আমি ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা যাব, আমার পরিবার আমার দ্বারা আ’ক্রান্ত হবে, তারা বাইরে বের হবে না।
যা’দের এই ভ’য়টা নেই তারা বাইরে বের হবেই। তাদের খান তিনজন একসাথে গিয়েও থাকতে বললে থাকবে না। আমি চাই মৃ’ত্যুটা যাতে শান্তিতে হয়।
জানাজায় যেন হাজার লোক হয়। এমন মৃ’ত্যু সুখকর না যেখানে কিছু লোক গিয়ে ফে’লে দিয়ে আসবে, জানাজা হবে না, আত্মীয়-স্বজন জড়িয়ে ধরে কাঁদতে পারবে না।
এমন মৃ’ত্যু যেন না হয়।