প্রা’য় আড়াই বছর পর বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বসলেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। ঈদের দিন সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র দোতলায় তাদের এই সাক্ষাৎ হয়।
সা’ক্ষাতে ক’রোনাভা’ইরাসে সং’ক্র’মণ থেকে সুরক্ষায় সবাইকে ঘরে থাকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া।দু’র্নীতি মা’মলায় দ’ণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কা’রাগারে যান খালেদা জিয়া।সোমবার (২৫ মে) ঈদুল ফিতরের ভোরে ওই ছয় গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। গুয়াগাঁও মহল্লার রহিম জানান, রাতের বেলায় ঝড়ে গাছপালা ও ঘড়বাড়ি দুমড়ে-মুচড়ে গেছে।
চা’পোড় গ্রামের আলাউদ্দিন জানান, আম, লিচু, কাঁঠালসহ অসংখ্য বনজ গাছ উপড়ে পড়েছে এবং ডাল ভেঙে প্রায় ন্যাড়া হয়ে গেছে। এদিকে বোরো, ভুট্টা ও আখ ক্ষেতের আখ বাতাসে মাটিতে হেলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বাড়িঘর ভেঙে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় ঝড়ের সময় থেকে সোমবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ঈদের দিন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পী’রগঞ্জ উপজে’লা নির্বাহী কর্মক’র্তা রেজাউল করিম ঝড়ে ক্ষতির কথা স্বীকার করে বলেন, ‘ভেঙে যাওয়া ঘর-বাড়ি নির্মাণ ও এই করো’নাকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়াচ্ছে উপজে’লা প্রশাসন।