দে’শে যে পরি’মাণে রেকর্ডে পর রেকর্ড ভে’ঙে করোনা ভাই’রাসের রোগী বাড়ছে তাতে তীব্র চা’পের মধ্যে পড়ছে দে’শের স্বাস্থ্য ব্যবস্থা। দেশে মরণঘাতি এই ভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজার তথা অর্ধলক্ষ।
সেই স’ঙ্গে এ’কদিনের আ’ক্রান্তের রেকর্ড ভে’ঙে গেছে।এরই মধ্যে একটি গবেষক দল সতর্ক করে দিয়েছে যে চ’লতি মাসের শেষের দিকে শনাক্ত হওয়া ক’রোনা রো’গীর সংখ্যা দ্বিগুণ হতে পারে। তারা বলছে, দেশে রো’গীর সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে।
এই সং’খ্যা বে’ড়ে জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ৮৭ হাজার এবং জুন মাসের শেষের দিকে ১ লাখ ২৩ হাজারে পৌঁ’ছতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য অধিদফতর এবং কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি টিম যৌথভাবে এই গবেষণা চা’লিয়েছে।
গবেষণা দ’লের প্র’ধান ঢাবির স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শফিউন শিমুল বলেন,তার’পরও দেশের ১০ হাজার মানুষের মধ্যে মাত্র দুজনের পরীক্ষা করা হয়েছে।
বিশ্বে ক’রোনাভা’ইরাসেে প্রচণ্ড পরিমাণে আ’ক্রান্ত দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন হারের একটি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সতর্কতা উপেক্ষা করে স’রকারি-বেস’রকারি অফিস, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য অর্থ’নৈতিক কার্যক্রম পুনরায় চালু করা কেবল বি’ষয়টিকে আরও খা’রাপ করে তুলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।