ইন্টারনেটে ন’গ্ন ছ’বি, সংসার ভা’ঙার উপক্রম ত’রুণীর।
ই’ন্টারনেটে এক তরুণীর ন’গ্ন ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী তরুণের বি’রুদ্ধে। এতে ওই তরুণীর সংসার ভাঙার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ফরিদপুরের ভাঙ্গা উপজে’লার নূরুল্লাগঞ্জ ইউপির একটি গ্রামে এ ঘটনা ঘটে।
দু’ই দিন পর সেই ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। নূরুল্লাগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান মীর আশরাফ আলী জানান, তিন মাস আগে ওই তরুণীর বিয়ে হয়েছে। ইন্টারনেটে ন’গ্ন ছবি ছড়িয়ে পড়ায় তার সংসার ভে’ঙে যাওয়ার উপক্রম হয়েছে।ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বলেন, বৃহস্পতিবার ওই তরুণীর মা মৌখিক অভিযোগ করেছেন।
প’রে সবুজ শেখকে গ্রে’ফতারে একাধিক অ’ভিযান চা’লানো হয়েছে। ঘটনার পর থেকে তিনি প’লাতক থাকায় গ্রে’ফতার করা যায়নি। ওসি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করার জন্য ভু’ক্তভোগী তরুণীর মাকে পরামর্শ দেয়া হয়েছে।
অ’ভিযুক্ত সবুজ শেখকে গ্রে’ফতারে অ’ভিযান চলছে।