চাঁদপুরের ফরিদগঞ্জে শ’শুর বাড়িতে ক্ষি’প্ত জা’মাই ছু’রি দিয়ে কু’পিয়ে স্ত্রী’কে হ’ত্যা ও শা’শুড়ী এবং শ্যা’লককে গু’রুতর জ’খম করেছে। ১৩ মে বুধবার ইফতারের কিছু সময়ে আগে উপজে’লার গৃদকালিন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।ফরিদগঞ্জ থানা পুলিশ ম’য়নাত’দন্তের জন্য নি’হত রিতুর লা’শ উ’দ্ধার করেছে।
অ’পরদিকে গু’রুতর আ’হত শাশুড়ি পারভীন আক্তার চাঁদপুর স’দর হাসপাতালে আ’শংকাজনক চি’কিৎসাধীন এবং শ্যালক প্রান্ত গৃদকালিন্দিয়া বাজারে চি’কিৎসা নিচ্ছে।পুলিশ সূত্র জানায়, আড়াই বছর আগে রায়পুর উপজে’লার শায়েস্তানগর গ্রামের মনতাজ মাস্টারের ছে’লে আল মামুন মোহন ফরিদগঞ্জ উপজে’লার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া গ্রামের খাঁ বাড়ির সেলিম খানের মেয়ে তানজিনা আক্তারকে বি’য়ে করে। বি’য়ের পর সৌদি আরবে গেলেও গত দেড় বছর পুর্বে আল মামুন মোহন সৌদি আরব থেকে ফেরত আসে।
এ’র পর থেকে এলাকায় বেকার অবস্থায় রয়েছে।১৩ মে বুধবার বিকেলে সে তার নিজ বাড়ি রায়পুর থেকে শ’শুড় বাড়ি গৃদকালিন্দিয়া আসে। ইফতারের আগ মুহূর্তে স্ত্রী তানজিনা আক্তার রিতুর সাথে কথা কা’টাকা’টির এক পর্যায়ে রিতুকে উ’পর্যুপরি ছু’রিকাহত করে।
এ’ক পর্যায়ে মে’য়ের আ’ত্মচি’ৎকারে মা পারভীন আক্তার ও ভাই প্রান্ত এগিয়ে আসলে তাদেরকেও ছু’রিকাহত করে মোহন। এসময় সে পা’লিয়ে যাওয়ার চে’ষ্টা করলে আশেপাশের লোকজন টের পেয়ে তাকে আ’টক করে গণধো’লাই দেয়। পরে তাকে পু’লিশের হা’তে তু’লে দেয়।