ই’সরাইলের তেলআবিব নগরীর পাশে নিজ বাসভবন থেকে রোববার দেশটিতে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত দু উইয়ের ম’রদেহ উ’দ্ধার করেছে পুলিশ।ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড গণমাধ্যমকে জানান, হিরজলিয়া শহরতলির বাসভবন থেকে চীনা রাষ্ট্রদূতের লা’শ উ’দ্ধার করে পুলিশ।
তি’নি গত ফেব্রুয়ারির মাঝামাঝি এখানে নিযুক্ত হন। খবর আরব নিউজের।৫৭ বয়সী রাষ্ট্রদূতের স্ত্রী-স’ন্তানরা তার সঙ্গে ইসরাইলে আসেনি। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।ইসরাইলি দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়,চীনা রাষ্ট্রদূতকে তার বিছানায় মৃ’ত অবস্থায় উ’দ্ধার করে পুলিশ। তবে, তার দেহে কোনো আ’ঘাতের চিহ্ন বা জ’খম ছিল না।
৫৭ ব’য়সী রাষ্ট্রদূতের স্ত্রী-স’ন্তানরা তার সঙ্গে ইসরাইলে আসেনি। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।ইসরাইলি দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়, চীনা রাষ্ট্রদূতকে তার বিছানায় মৃ’ত অবস্থায় উ’দ্ধার করে পুলিশ। তবে, তার দেহে কোনো আ’ঘাতের চিহ্ন বা জ’খম ছিল না।ইসরাইলের চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরো’গে আ’ক্রান্ত হয়ে তিনি মা’রা গেছেন।