আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পাকিস্তানি মন্ত্রীর বিরু’দ্ধে ধ’র্ষণের অভিযো’গ করেছেন মার্কিন সাংবাদিক ও ব্লগার সিন্থিয়া ডি রিচি। তার অভিযোগ, ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে তাকে ধ’র্ষণ করেন সে দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার গায়ে হাত তোলেন বলেও অ’ভিযো’গ করেছেন সিন্থিয়া।
নিরপেক্ষ তদ’ন্ত হলে, সেই সং’ক্রা’ন্ত যাবতীয় তথ্যপ্রমাণ তুলে ধ’রবেন বলে জানিয়েছেন তিনি। ইমরান খান সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত সিন্থিয়া, বরাবরই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আগ্রহ প্রকাশ করে এসেছেন। শুক্রবার (০৫ জুন) ফেসবুক লাইভে তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতৃত্বের বিরু’দ্ধে একাধিক অ’ভিযো’গ নিয়ে সরব হন। তিনি বলেন, ২০১১ সালে পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক আমাকে ধ’র্ষণ করেন।
এর পর আরো একটি ফেসবুক পোস্টে সিন্থিয়া জানান, ২০১১ সালে ভিসা নিয়ে কথা বলতে রেহমান মালিকের সঙ্গে তার বাসভবনে দেখা করেন তিনি। সেখানে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে রেহমান মালিক তাকে ধ’র্ষণ করেন। সেই সময় পাকিস্তানে পিপিপি-র সরকার ছিল। সেখানে তাকে কেউ সাহায্য করবে না ভেবেই সেই সময় এ নিয়ে তিনি মুখ খোলেননি বলে জানিয়েছেন সিন্থিয়া।