ইস’লাম আমাকে অ’নেক ভুল থেকে র’ক্ষা করেছে : এ.আর রহমান।
অ’স্কার বিজয়ী প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সুরকার এ. আর. রহমান তার জীবনের সকল সফলতার পেছনে ইস’লামের অনুপ্রেরণা রয়েছে বলে মন্তব্য করেছেন। ইস’লাম যেভাবে তার জীবনে সফলতা এনেছেন ঠিক একইভাবে কি অন্যদের জীবনেও আনতে সক্ষম কিনা, তাকে প্রায়শই এমন অনেক রকমের প্রশ্নের মুখোমুখি হতে হয় বলে তিনি জানিয়েছেন।
স’ফল এই সঙ্গীতজ্ঞের জীবনী নিয়ে লিখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সুতরাং আমা’র দিক থেকে আমি এবং আমা’র মা আধ্যাত্মিক শিক্ষকদের, সুফি শিক্ষকদের নিকট থেকে এমন কিছু পেয়েছি যা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
আ’র এটিই সেই বিশ্বা’স যা আম’রা গ্রহণ করেছি এবং এখনো ধারণ করে চলেছি।’তার জীবনী গ্রন্থ নিয়ে বলতে গিয়ে সঙ্গীতের এই জীবন্ত কিংবদন্তি বলেন, ‘আমা’র এই জীবনী গ্রন্থটি আমা’র জন্য একটি ভ্রমণের মত যা আমাকে আমা’র জীবনের এমন অনেক দিকে নিয়ে গিয়েছে যেগুলো আমি দীর্ঘ সময় ধরে বুকে লালন করেছি।
কৃ’ষ্ণা ত্রিলোকের (এ.আর. রহমানের জীবনী গ্রন্থের লেখক) সাথে আমা’র অর্থবহ আলোচনার ফলে আমা’র জীবনের অনেক ব্যক্তিগত এবং বৈচিত্র্যপূর্ণ দিক উঠে এসেছে যা ইতোপূর্বে অনেকেই জানতো না।’