ঈ’দুল ফিতরের না’মাজ পড়তে হবে ম’সজিদে।
বাংলাদেশে ঈদগাহ বা খো’লা জায়গায় নয়, ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে মসজিদে। ক’রো’নাভাই’রাস প্রা’দু’র্ভাবজ’নিত কারণে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে বা খো’লা জায়গায় জামায়াত না ক’রে বরং স্বাস্থ্যবি’ধি মেনে মসজিদে গিয়ে আদায় করার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ স’রকার।
প’রিপত্রে বলা হয়, ‘বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে ক’রো’না ভাই’রাস পরি’স্থিতিজ’নিত ওজ’রের কারণে মুসল্লিদের জীবন ঝুঁ’কি বিবে’চনা করে এ বছর ঈদগাহ বা খো’লা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামায়াত নিক’টস্থ মসজিদে আ’দায় করার জন্য অনুরো’ধ করা হয়েছে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত হবে।’সম্প্রতি স’রকার সার্বিক বিবে’চনায় কিছু কিছু ক্ষেত্রে ব’ন্ধ ঘো’ষ’ণা’র নি’ষেধা’জ্ঞা শি’থিল করেছে।
এ স’ময় দেশের শী’র্ষস্থানীয় আলেম ওলেমাগণও পবিত্র রমজানুল মোবারক মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদা’য়ের শ’র্ত শিথি’ল করার জন্য প্রধানমন্ত্রী বরাবর দা’বি পেশ করেন। তার পরিপ্রে’ক্ষিতে গত ৭ মে জোহরের ওয়াক্ত থেকে কিছু নির্দেশনা পালনের শ’র্তে মসজিদগুলো সুস্থ মুসল্লিদের উপস্থিতিতে জামায়াতে নামাজের জন্য অনু’মতি দেওয়া হয়।
ই’তোমধ্যে মন্ত্রপরিষদ বিভাগ থেকে উ’ন্মুক্ত স্থানে বড় পরিসরে ঈদের জামাত পরি’হারের নি’র্দেশনা দিয়ে বর্তমানে বিদ্যমান বি’ধি-বি’ধান অ’নুযায়ী ঈদের জামাত আয়োজন সং’ক্রা’ন্ত নির্দেশনা দেওয়া হয়েছে।