আ’গামী সোমবার দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। করো’না কালের এই ঈদে খোলা জায়গায় জামাতের ব্যাপারে নি’ষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ত’বে এবার ঈদের দিনটি ভেস্তে দিতে পারে বৃষ্টি, এমনটাই জা’নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (২৩ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জা’নানো হয়, দেশের অধিকাংশ অঞ্চলেই এই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বি’শেষকরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধ’রনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।