রং’পুরের পী’রগঞ্জ উপজে’লায় চোলাই ম’দ খেয়ে পাঁচজনের মৃ’’ত্যু হয়েছে। গুরুতর অ’সুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি রয়েছেন আরও দু’জন।
ঈ’দের ‘দি’ন রা’তে উপজে’লার শানেরহাটে সাতবন্ধু মিলে চোলাই ম’দ পানের পর সবাই অ’সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় একে একে পাঁচজন মা’রা যান।মা’রা যাওয়া পাঁচজন হলেন- আব্দুর রাজ্জাক, দুলা মিয়া, জাহিদুল হক, চন্দন কুমা’র এবং লুলু মিয়া। হতাহতদের সবার বাড়ি পীরগঞ্জ ও পার্শ্ববর্তী মিঠাপুকুর ও গাইবান্ধার সাদুল্লাহপুর উপজে’লার বিভিন্ন গ্রামে।
এ’দিকে গু’রুতর অ’সুস্থ হয়ে হাসপাতা’লে ভর্তি হওয়া দু’জনের অবস্থাও আশ’ঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।পু’লিশের ধারনা, বিষাক্ত চোলাই ম’দ পান করে অ’সুস্থ হয়ে তারা হাসপাতা’লে না গিয়ে নিজেদের বাড়িতেই গো’পনে চিকিৎসা নিচ্ছিলেন।ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বেঁচে গেল বাবা ও শি’শু কন্যাসহ ৪ প্রা’ণঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের সদরে প্রাইভেট’কার একটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ’তে মৃ’ত্যুর মু’খে পড়েন গাড়িতে থাকা ৪ জন যাত্রী। এ খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উ’দ্ধারকর্মীদের তৎপরতা ও প্রচেষ্টায় বাবা ও শি’শু কন্যাসহ প্রা’ণে বেঁচে যায় ওই ৪ জন।ঘটনাস্থলে বাবা ও কন্যাসহ ৪ জন আ’হত হয়।
পা’লিয়ে চা’লক। স্থা’নীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উ’দ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে টাঙ্গাইল জেনারেল হাসপাতা’লে ভর্তি করানো হয়। তিনি আরে জানান, ধারণা করা হচ্ছে তারা নাটোর বেড়াতে যাচ্ছিল।