ঈ’দ শপিং করা’ নিয়ে স্ত্রী’র সঙ্গে ঝ’গড়া করে স্বামীর আত্মহ’ত্যা।
ঈ’দের শ’পিং করা নিয়ে স্ত্রীর সাথে ঝ’গড়া করে অভিমানে এক ব্যক্তি আত্মহ’ত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) সকালে মাগুরার শ্রীপুরে কাজী আদর আলী (৩৮) নামে ওই ব্যক্তি আত্মহ’ত্যা করেন বলে বার্তা সংস্থা ইউএনবির একটি খবরে বলা হয়।
আ’দর আলী উপজে’লার মাঝাইল গ্রামের বাসিন্দা। মৃ’তের পারিবারিক সূত্রে জানা যায়, আর্থিক অভাব অনটনের কারণে গত কয়েকদিন ধরে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল আদর আলীর।
এ’র জের ধরে মঙ্গলবার ভোর রাতে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরে ঘরের পেছনের লিচু গাছের সাথে গ’লায় রশি দিয়ে আত্মহ’ত্যা করেন তিনি।
ত’বে এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘আদর আলী পূর্ব থেকেই বিভিন্ন রো’গে ভুগছিলেন। যে কারণে তিনি আত্মহ’ত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
Facebook Comments