ন’ওগাঁর পোরশায় ট্রলি ভর্তি স’রকারি ১৮০ বস্তা গম উ’দ্ধার করেছে উপজে’লা প্রশাসন। রবিবার রাত ১০টায় উপজে’লা ছা’ত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে থাকে পা’চারকৃত স’রকারি গম উ’দ্ধার করা হয়।
এ ঘট’নায় কা’উকে গ্রে’প্তার করতে পারেনি পু’লিশ।জানা গেছে, উপজে’লা নিবার্হী কর্মকর্তা নাজমুল হা’মিদ রেজা গো’পন সূত্রে জানতে পারে পোরশার নিতপুর স’রকারি গুদাম কর্মকর্তা আব্দুল মতিনের সহযোগিতায় গুদাম থেকে স’রকারি গম এক ছাত্রলীগের নেতার বাড়িতে পা’চার করা হয়েছে।
এ’মন ত’থ্যের ভিত্তিতে আজ রবিবার রাত ১০টায় উপজে’লা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে অ’ভিযান পরিচালনা করেন। এ সময় নাছিরের বা’ড়ির সামনে মাপজোক অবস্থায় একটি ট্রলি বোঝায় ১৮০ বস্তা স’রকারি গম উ’দ্ধার করেন।
প্র’শাসনের উ’পস্থিতি টের পেয়ে পালিয়ে যান নাসির। তবে ঘটনাস্থল থেকে কা’উকে আ’টক করতে পারেনি পু’লিশ। পরে এই ঘটনায় উপজে’লা নিবার্হী কর্মকর্তা খাদ্য গুদাম অফিস পরিদর্শন করে ১৮০ বস্তা স’রকারি গম পা’চারের সত্যতা পান। তবে পু’লিশ এখন পর্যন্ত কাউকে গ্রে’প্তার করতে পারেনি।পোরশা উপজে’লা নিবার্হী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মা’মলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জড়ি’তদের স’বাইকে গ্রে’প্তার করা হবে। পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, মূল আ’সামি নাসির উদ্দিন প’লাতক থাকায় গ্রে’প্তার করা সম্ভব হয়নি। যে কেউ জড়িত থাকুক না কেন তাদের কেউ গ্রে’প্তার করা হবে।