এ’কই পরিবারে কু’রআনে হাফেজ ৩ দৃষ্টি প্র’তিবন্ধী শিশু।
দৃষ্টি প্র’তিবন্ধী তিন’ভাই-বোনের মধ্যে এক’ভাই প্রাথমিক স্কুলের ছাত্র। পবিত্র কুরআন হেফজ প্রসঙ্গে সে জানায়, স্কুল থেকে এসেই সে পবিত্র কুরআন তেলাওয়াত করার পাশাপাশি বিশ্ব বিখ্যাত কারিদের তেলাওয়াত শুনতো।
এ’বং বাবা-মায়ের অত্যাধিক উদ্যোগ ও উৎসাহের ফলেই পবিত্র কুরআন হেফজ করতে সক্ষম হয় তারা।পবিত্র কুরআনে হাফেজ তিন দৃষ্টি প্র’তিবন্ধী শিশুর চোখের চিকিৎসায় এগিয়ে এসেছেন মিসরের দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সানা আল-খাইর ফাউন্ডেশন’।
ফা’উন্ডেশনের প্রধান মুস্তাফা যমযম জানিয়েছেন, তারা এই দৃষ্টি প্র’তিবন্ধী শিশুদের দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে।পবত্রি কুরআনে হাফেজ তিন দৃষ্টি প্র’তিবন্ধী শিশুর চোখের চিকিৎসায় এগিয়ে এসেছেন মিসরের দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সানা আল-খাইর ফাউন্ডেশন’।
ফা’উন্ডেশনের প্রধান মুস্তাফা যমযম জানিয়েছেন, তারা এই দৃষ্টি প্র’তিবন্ধী শিশুদের দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে।