তা’র নাম ফিরোজা ইউনুস ওমর। এতিম ২০ জন ন’বজাতককে বুকের দুধ পান করাচ্ছেন তিনি। আফগানিস্তানের কাবুলের একটি হাসপাতালে স’ন্ত্রাসী হা’মলায় ওই ২০ শি’শু এতিম হয়ে গেছে।ফিরোজা বলেন, আফগানিস্তানে যারা মানবিকতা ধ্বং’স করে দিতে চাই, তাদের দ্বারা বহু ক্ষ’তি হয়েছে।
আ’মি ক্ষ’তিগ্রস্থদের একজন।কাবুলের প্রসূতি হাসপাতালে গত মঙ্গলবার ব’ন্দুকধারী তিনজন হা’মলা চা’লায়। ওই সময় অন্তত ২২ জনকে তারা হ’ত্যা করে। নি’হতদের মধ্যে প্রসূতি, ন’বজাতক ও চিকিৎসক রয়েছে।
এ’খন পর্যন্ত কেউ সেই হা’মলার দায় স্বীকার করেনি। এ ঘটনার পর অন্তত ১২ জন শি’শুর কোনো ধরনের অভিভাবক খুঁজে পাওয়া যায়নি।