এবার উচ্চস্বরে আজা’নের অনুমতি দেয়া হল অস্ট্রেলিয়ায়
এবার উচ্চ’স্বরে আজানের অনুমতি দেয়া হল অস্ট্রেলিয়ায়। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় সংখ্যা’গরিষ্ঠ শহর মেলবোর্নের দুটি মসজিদে আজানের অনুমতি দিয়েছে দেশটির সরকার। করো’না ভাইরাস থেকে পরিত্রাণের ল’ক্ষ্যে মেলবোর্ন মুসলিম কমিউনিটির
বিশেষ অনুরোধে শুধু’মাত্র পবিত্র রমজান মাসে ইশা এবং জুমা’র নামাজের জন্য উচ্চস্বরে আজানের অনুমতি দেয়া হয়েছে। অনুমোদিত মসজিদ দুটির বেশিরভাগ মুসল্লিই অস্ট্রেলিয়া প্রবাসী তু র্কি নাগরিক। অস্ট্রেলিয়ার সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে বসবাসরত অন্ততপক্ষে ৬ লক্ষ ৪ হাজার মুসলমান ছোট-বড় কয়েকশো মসজিদে নামাজ আ’দায় করে। কি’ন্তু
করো’নার উদ্ভুত পরিস্থিতির কারণে সারা দেশের কমপক্ষে ২০০ টি মসজিদ সাময়িক ব’ন্ধ ঘোষণা করা হয়েছে। আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গতকাল শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় করো’না আ’ক্রা’ন্তের সংখ্যা ৬ হাজার ৭৬৭ জন ছাড়িয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৭৪৫ জন সুস্থ হয়েছে এবং মৃ’ত্যুবরণ করেছে ৯৩ জন।