মায়ের কোভিড পজিটিভ শনাক্ত হয়। এরপর মা’রা যায় দুই দিনের নবজাতক। পরে দেখা যায় সেও ক’রোনা
ভা’ইরাসেে আ’ক্রান্ত ছিলো। ক’রোনার কাছে হার মানা দক্ষিণ আফ্রিকার শি’শুটি বিশ্বের সবচেয়ে কম বয়সী আ’ক্রান্তদের একজন।
বৃহস্পতিবার (২১ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবি জানিয়েছে, বাচ্চাটি
প্রিম্যাচিউর ছিল (পরিণত হওয়ার আগেই জন্ম হয়েছিল)।
স্বাস্থ্যমন্ত্রী ডা. জিউলি এমখিজে বলেন, দুঃখজনকভাবে আম’রা কোভিড-১৯ এ প্রথম কোনো নবজাতকের মৃ’ত্যু
রেকর্ড করলাম। বাচ্চাটির বয়স ছিল দুইদিন এবং এটি ছিলো প্রিম্যাচিউর।
বাচ্চাটি জন্মের পর থেকেই শ্বা’স প্রশ্বা’সের সমস্যায় ভুগছিল এবং তাৎক্ষণিকভাবে ভেন্টিলেটরের প্রয়োজন দেখা দিয়েছিলো বলেও জানান তিনি। ক’রোনায় আ’ক্রান্ত মাকে হাস’পা’তালের স্পেশাল ওয়ার্ডে চি’কিৎসা দেয়া হচ্ছে।
আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর ডিরেক্টর ড. জন কেংগাসং বলেন, আমাদের কাছে
যতটুকু খবর আছে তাতে এই শি’শুটিই আফ্রিকা মহাদেশের সবচেয়ে কম বয়সী ক’রোনা আ’ক্রান্ত রোগী ছিলো।
এর আগে গত ৫ মে যুক্তরাজ্যে তিনদিন বয়সী এক শি’শু ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা যায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ক’রোনা ভা’ইরাসেে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু হয়েছে ৩৩৯ জনের। আর শনাক্ত হয়েছেন মোট ১৮ হাজার ৩ জন ক’রোনা রোগী।