প্রধানমন্ত্রীর ভি’ডিও কনফারেন্সের একটা লক্ষণীয় দিক হলো তিনি স্থানীয় প্রশাসন ও নেতাদের সঙ্গেই কথা বলেন।সেখানে যদি কোন কেন্দ্রীয় নেতা বা সং’সদ সদস্যরাও উপস্থিত থাকেন তাদের সঙ্গে খুব একটা কথা বলতে দেখা যায় না।এমনকি আওয়ামী লীগের জে’লা কমিটির সভাপতিদের সঙ্গেও নিয়মিত কথা হয়।
তা’ই স্থানীয়দের কথা শুনবো।’যেমন জামালপুর জে’লার সঙ্গে কথা বলতে গেলে অনেক কেন্দ্রীয় নেতাদের দেখতে পান। তখন বলেন, ওনাদের সঙ্গে তো আমার নিয়মিত কথাই হয়।যেমন জামালপুর জে’লার সঙ্গে কথা বলতে গেলে অনেক কেন্দ্রীয় নেতাদের দেখতে পান।
ত’খন বলেন, ওনাদের সঙ্গে তো আমার নিয়মিত কথাই হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর স’রকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স শুরু হয়।ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনাভাই’রাস নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট জে’লাগুলোর অবস্থা জানবেন।
আ’জ ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জে’লা এবং ময়মনসিংহ বিভাগের জে’লাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।