বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলায় আবারও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন করিমঞ্জ থানার এসআই সোহেল রানা।
আগস্ট (২০২০) মাসের পারফর্মেন্স বিবেচনায় কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ শ্রেষ্ঠ পুলিশ এসআই হিসেবে করিমগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) সোহেল রানার নাম ঘোষণা করেন।
এসময় তিনি শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার হিসেবে করিমগঞ্জ থানার এসআই সোহেল রানার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এর পূর্বেও পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
গত অক্টোবর (২০১৯) মাসের পারফর্মেন্স বিবেচনায় তিনি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তখনকার সময়ের পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) রেঞ্জসেরা এসআই হিসেবে করিমগঞ্জ থানার এসআই মো. সোহেল রানার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এছাড়া গত জুলাই/২০২০ এ জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়ে পুরষ্কার ও ক্রেস্ট লাভ করেন তরুণ এ চৌকস পুলিশ অফিসার।
সোমবার মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসআই সোহেল রানা জানান, পুরস্কার প্রাপ্তি দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও পেশাগত দায়িত্ব পালনে আরো বেশি সচেষ্ট হওয়ার প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যেই করিমগঞ্জ থানায় সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স হিসাবে সচেষ্ট অাছি।
এসআই সোহেল তার সাফল্যে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমনসহ সহকর্মীদের সহযোগিতার কৃতজ্ঞতা স্বীকার করেন।
উল্লেখ্য এসআই সোহেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার কৃতি সন্তান। পারিবারিক জীবনে তিনি বিবাহিত।