এ’সএসসির ফল ঈ’দের পর, মোবাইলে ফ’ল পেতে প্রি-রে’জিস্ট্রেশন চলছে।
ঈ’দের আগে ফল প্রকাশ করা হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।এসএসসি পরীক্ষার এই ফল জানাতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে মোবাইল অ’পারেটরগুলো।
গ্রা’হকদেরকে এরইমধ্যে এসএমএসের মাধ্যমে সে তথ্য জানাতে শুরু করেছে তারা। এতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল এর প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।আজ ১৯ মে সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজারের বেশি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করেছে।
বো’র্ডসূত্র এ তথ্য জানিয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর দৈনিক শিক্ষাকে বলেন, এ জন্য সোমবার থেকে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রি-রেজিস্ট্রেশন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে। নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে।
নি’র্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে। নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে।প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অ’পারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্র’তি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।