নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার অন্তর্গত যেকোন স্কুল, মাদ্রাসা বা সমমানের প্রতিষ্ঠান হইতে ১৯৯৫ সনের এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুদের উদ্যোগে মিঠামইন ও ইটনা হাওরে মনোমুগন্ধকর নৌবিহারের আয়োজন ও ফুটবল খেলার মাধ্যমে তাদের এসএসসি পরীক্ষার ২৫ বছর পূর্তির আয়োজন করা হয়।
এসএসসি পরীক্ষার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া ও বিশাল আকারের কেক কাটার মাধ্যমে করিমগঞ্জ উপজেলার চামটা বন্দর থেকে নৌবিহার শুরু হয়। সারা দিনের কর্মসূচীর মধ্যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কামালপুরের গ্রামের বাড়ী পরিদর্শন, ব্রাজিল ও আর্জেন্টিনা দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন উল্লেখযোগ্য ছিল। হাওরের পানিতে গোসল শেষে রোমাঞ্চকর পরিবেশে সকল বন্ধুরা মিলেমিশে দুপুরের খাবার খাওয়া হয়। র্যাফেল ড্র শেষে সাঁঝবেলায় তাদের কর্মসূচী শেষ হয়।