ও’মা আমাকে রেখে তু’ই যাস না, ক’রোনায় মা’রা যাওয়া মা’য়ের জন্য মে’য়ের কা’ন্না।
স’ম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, ক’রোনায় মা’রা যাওয়া মায়ের জন্য মেয়ের আর্তনাদের একটি স্পর্শ কারত ভিডিও।সেই ভিডিওতে দেখা যায়, একটি লা’শ কে পিপিই পরা কয়েকজন মিলে বাড়ি থেকে বের করে নিয়ে ভ্যানে করে নিয়ে যান।
মৃ’তদেহটি এ’কজন মহিলার। মহিলার নাম শিল্পী এবং বয়স ৪০ বছর। তিনি মৃ’ত্যুর সময় তার স্বামী এবং দুই কন্যাকে ইহলোকে রেখে যান।ঘটনাটি ঘটে ২১ এপ্রিল সকাল ৫ টায়।
জ’নাব শিল্পী হি’ন্দু ধর্মাবলম্বী। তিনি থাকতেন নারায়নগঞ্জের নন্দীপাড়াতে। অপর এক হি’ন্দু ধর্মাবলম্বী সমীর করের বাড়ির ভাড়াটিয়া ছিলেন তিনি ও তার পরিবার।ক’রোনা লক্ষণ নিয়ে মৃ’ত্যু হয় জনাব শিল্পীর। মৃ’ত্যুর সময় তার কন্যা ছাড়া আর কাউকে তার পাশে ভিড়তে দেখা যায়নি।
এ’মনকি তার সৎ’কার কাজেও তার কোনো আত্মীয় বা প্রতিবেশীকে পাওয়া যায়নি।পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়াডের কাউন্সিলর জনাব সফিউদ্দিন খবর পেয়ে সেখানে তাঁর স্বেচ্ছাসেবক দল নিয়ে উপস্থিত হন এবং নিজ দায়িত্বে সৎ’কার কাজ সম্পন্ন করেন। এটাও