কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাজী সামছুদ্দিন (৫০) নামে একজনকে দেশীয় অস্ত্র বল্লম দ্বারা ঘা দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার সকালে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সামছুদ্দিন একই গ্রামের মৃত হাফেজ ইউনুছ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী বাক্কার, আউয়াল, নজরুল, ইদ্রিস, জালাল, আব্দুল হাই, নূর মোহাম্মদ, আসাদ এর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দেনদরবার করেও এর কোন সুরাহা হচ্ছিল না।
শনিবার সকালে হঠাৎ সামছুদ্দিনের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে সামছুদ্দিন নিজেকে বাঁচানো জন্য প্রতিবেশী ঘরে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই দেশীয় অস্ত্র দ্বারা সামছুদ্দিনের পেটে ঘা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ হামলায় নিহত পরিবারের ১০-১৫ জন আহত হন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।