দেশের প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাস আ’ক্রান্ত রোগীর সংখ্যা। এ
সংখ্যা হয়তো আরও বাড়তে পারে। কিন্তু আ’ক্রান্তের হার বাড়লেও তাতে ‘বেশি ক্ষতিকর
কিছু হবে না’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
তি’নি বলেন,জরুরি কাজ ছাড়ও সাধারণ মানুষ অহেতুক বাইরে ভিড় করছেন। মানুষের জীবিকারতাগিদে সরকারও সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা খুলে দিয়েছে।
আক্রান্ত বাড়ছে, আর বাড়তে পারে।
তবে ‘বেশি ক্ষতিকর’ কিছু হবে না।’আমরা করোনা নমুনা পরীক্ষার সংখ্যা গত ১ মাসে বহুগণ বৃদ্ধি করেছি। যারকারণেই এখন বেশিসংখ্যক আ’ক্রান্ত ব্যক্তিকে শ’নাক্ত করা যাচ্ছে।’ডা. জাহিদ মালেক বলেন, ‘যত বেশি আ’ক্রান্ত মানুষ শনাক্ত হবে, আ’ক্রান্তের ঝুঁ’কিওতত কমবে। এই নমুনা পরীক্ষা খুব দ্রুতই ১০ হাজার এবং এরপর তা ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে।
এ’র জন্য সরকারের হাতে পর্যাপ্ত কিটও মজুত আছে।’ এসময় তিনিকোভিড-১৯ রোগীদের সেবায় আলাদা রকম দরদ দিয়ে নার্সদের কাজ করা উচিত বলেও মন্তব্যকরেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ৫ হাজার ৫৪
জন নার্স নিয়োগ দেয়ায় এখন চিকিৎসা খাতে ৪৩ হাজার নার্স যুক্ত হয়েছেন।
এ’ছাড়াপ্রধানমন্ত্রীর কাছ থেকে আরও ১৫ হাজার নার্স, মিডওয়াইফারি ও টেকনোলজিস্টনিয়োগের অনুমোদন পাওয়া গেছে।