স্বা’স্থ্যবিধি না মানলে দেশ আরও গভীর সং’কটে নিমজ্জিত হ’তে পারে বলে সতর্ক করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানার ফলে পরিস্থিতির যদি আরও অবনতি হয় তাহলে জনস্বার্থে স’রকার আবারও কঠিন সিদ্ধান্ত নিতে বা’ধ্য হবে।
সোমবার (১ জুন) রা’জধানীর সে’তু ভবনে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
স’রকার সং’কটের শুরু থেকে সব দপ্তর ও সংস্থার সমন্বয় গড়ে তুলে সং’ক্র’মণ রোধ, আ’ক্রান্তদের চিকিৎসা ও পরীক্ষার সক্ষমতা বৃ’দ্ধিসহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী শেখ হাসিনা স’রকারের সং’কট সমাধানের সাহসী ও মানবিক প্রয়াস প্রশংসিত হলেও বিএনপি অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়ে নির্লজ্জভাবে দায়িত্বহীন বক্তব্য রাখছে।
রাতের আঁধারে হ’ত্যা করা হলো চার হাজার মুরগী।