বিশেষ প্রতিনিধি:জনগণের দোঁরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় কিরাটন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইবাদুর রহমান শামীমের সভাপতিত্বে এক সভায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম, সাধারণ সম্পাদক ডা. বাদল, জাতীয় পার্টির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য টিটু মিয়া, আল আমিন, রফিকুল ইসলাম ও হাবু ফকিরসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
বর্তমান করোনা পরিস্থিতিতে চরম বিপদে না পড়লে মানুষ থানামুখী হওয়ার সম্ভাবনা কম। পুলিশ কর্মকর্তারা সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। এ অবস্থায় বিট পুলিশিং চালুর সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিট হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা। পুলিশ অধীক্ষেত্রের একটি ছোট অংশ। মূলত বিট পুলিশিং একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্টসংখ্যক বা বিশেষ পুলিশ সদস্যদের স্থায়ীভাবে দায়িত্ব পালন।
শামীম চেয়ারম্যান তার বক্তব্যে বলেন,
এ ধারণাটি এসেছে লন্ডন মহানগর পুলিশের কার্যপদ্ধতি থেকে। জাপানেও কোবান পদ্ধতিতেও প্রতিটি কোবান বা পুলিশ বক্সের অধীন একটি নির্দিষ্ট এলাকা রয়েছে।
পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে ও মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং একটি অদ্বিতীয় উদ্যোগ।