কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হেলিম এর নির্বাচনী অফিসে ভাঙচুর চালিয়েছে জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা।
সোমবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি উত্তেজিত জনতাকে শান্ত থেকে বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধানের জন্য পরামর্শ প্রদান করেন।
আওয়ামী লীগ প্রার্থী মো. হেলিম জানান, লাঙ্গল সমর্থকদের ৭০/৭৫ জনের একটি গ্রুপ আতর্কিত হামলা চালিয়ে আমার নির্বাচনী অফিসের আসবাব পত্র ভাংচুর করে, ব্যানার পোস্টার ছিড়ে ফেলে। তারা আমার সমর্থকদের হুমকি ধামকি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।
জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মিছবাহ উদ্দিন সায়েল এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তারা নিজেরা নিজেদের অফিস ভাংচুর করে আমার কর্মী সমর্থকদের উপর দায় চাপাচ্ছে।
নির্বাচনী অফিস ভাংচুরের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুদ্ধ জনতাকে শান্ত থাকতে অনুরোধ করে মো. হেলিম আইনি পন্থায় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী জানান, কারো অসহিষ্ণু আচরণে শান্তি ভঙ্গের কারন হলে পুলিশ তার দায়িত্ব পালনে বিন্দুমাত্র ছাড় দেবেনা।