নিজস্ব প্রতিনিধিঃ করিমগঞ্জে যুবলীগ নেতা আরিফুর রহমান শাহিনূরের উদ্যোগে ও কিশোরগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মীর আমিনুল ইসলাম সোহেলের সার্বিক সহযোগিতায় পৌর এলাকার ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০ টায় করিমগঞ্জের ঘুনাপাড়া, চরপাড়া, সিদলারপাড়, মিজান পার্ক ও মোদক পাড়ায় যুবলীগের নেতৃবৃন্দের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় প্রত্যেক পরিবারকে ময়দা, চিনি, সেমাই, দুধ ও কিসমিস সমন্ময়ে তৈরি প্যাকেট দেয়া হয়।
উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে রিপন সরকার ও ফারুক আহমেদ এসময় তাঁর সাথে ছিলেন।
উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি তিনি এলাকার সকলকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানান।
শাহিনূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা সকলে মিলে করোনাভাইরাসের এই দুর্যোগ মোকাবিলা করবো।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি ব্যক্তিগত উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন।