করিমগঞ্জে সাংস্কৃতিক কর্মী মেনু’র স্মরণ সভা অনুষ্ঠিত
বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় শিল্পকলা পরিষদ মিলনায়তনে সদ্য প্রয়াত লুৎফর রহমান মেনু’র স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কবি সালেহ আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাট্যজন গোলাম মহিউদ্দিন, ঔপন্যাসিক জহিরুল ইসলাম রতন, গীতিকবি আবুল কাসেম, নাট্যাভিনেতা আবু সুফিয়ান, আবৃত্তিকার নজরুল ইসলাম, চারন কবি অজিত সূত্রধর, কবি রকিব ওমি প্রমুখ
বক্তাগণ লুৎফর রহমান মেনুর স্মৃতিচারণ করতে গিয়ে তার সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সবশেষে তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
গত ৪ অক্টোবর (রবিবার) দুপুর ২টায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন।
[করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ লুৎফর রহমান মেনু পেশায় পল্লী চিকিৎসক ও ভূমি জরিপ আমিন ছিলেন। আমৃত্যু তিনি করিমগঞ্জ উপজেলা আমিন সমিতির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি করিমগঞ্জের জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের প্রয়াত মাওলানা শাসসুল হক সাহেবের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ছেলেবেলা থেকেই শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁক থাকায় অভিনয়ের দিকে ধাবিত হন। পরবর্তীতে মঞ্চ অভিনেতা হিসেবে তিনি শতাধিক নাটকে দক্ষতার সাথে অভিনয় করে সুনাম অর্জন করেন। সদাহাস্যজ্বল, মিশুক ও মনখোলা মেনু ছিলেন সকলের প্রিয়পাত্র]